Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মতামত

সেবা সমূহঃ

(ক) হস্তচালিত নলকূপ, রিংওয়েলের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ।

(খ) পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ। 

(গ) স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মান ও বিক্রয়। 

(ঘ) বরাদ্দ সাপেক্ষে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিনামূল্যে বিতরন।

(ঙ) বিনামূল্যে আর্সেনিক পরীক্ষা করন।


সেবা পাওয়ার ধাপঃ

০১। জনগণকে উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়।

০২। আবেদনগুলো সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়।

০৩। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন সরজমিন পরিদর্শনপূর্বক খসড়া তালিকা প্রস্তুত 

০৪। করে ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির নিকট উপস্থাপন করা হয়।

০৫। ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির অনুমোদনের পর উপজেলা ওয়াটশন কমিটিতে চূড়ান্ত অনুমোদন।

০৬। ধরণ অনুযায়ী সহায়ক চাঁদা আদায় ও সরকারি কোষাগারে জমা প্রদান।

০৬। বরাদ্দ মোতাবেক চূড়ান্ত তালিকা ঠিকাদারের নিকট সরবরাহ করা হয়।

০৭। সরবরাহকৃত তালিকা অনুযায়ী মালামাল সরবরাহ করে নলকূপ স্থাপনের কাজটি সম্পন্ন হয়।